Saturday, December 29, 2012

ফ্রি fAcEBoOk like,Vote পাবেন এমন কিছু অসাধারন সাইটের কালেকশন মেতে উঠুন ফ্রীলান্সার বন্ধুরা

সাইট লিংক গুলো হল-----** চিহ্ন দেওয়া লিংক গুলো ভাল কাজ করে /
http://youlikewhat.com **************
http://www.youlikehits.com
http://exchangesocial(dot)net/
http://likeback(dot)net/
http://likeexchange(dot)net/
http://facebooklikeexchange(dot)com/
http://socialpaymentz(dot)com/
http://www.facebookpromote(dot)com/
http://www.maxsocials(dot)com
http://www.societplus(dot)com/
http://letusfollow(dot)com/
http://socialmediaexplode(dot)com/
http://ex4.me/visit-364(dot)html*
http://swapes(dot)com/*****
http://getlikeseasy(dot)com/***
http://www.diggexchange(dot)com/
http://www.getyourlikes(dot)com/
http://you-like-hits(dot)com
http://socialadding(dot)com
http://www.likesasap(dot)com *****
http://reloader(dot)me
http://swapes(dot)com
http://tweers(dot)com
http://www.youlikehits(dot)com
http://earnviews(dot)com
http://vote3w(dot)com
http://socialmedianetworkexchange(dot)com
http://www.likesbay(dot)com
http://getlikes(dot)eu
http://addmefast(dot)com ************
http://www.addsocials(dot)com
http://welikehits(dot)com
http://letusfollow(dot)com
http://enhanceviews(dot)net
http://www.zocialon(dot)com
http://rylcolikes(dot)com
http://www.increasr(dot)com
http://likespal(dot)com
http://www.artmeo(dot)com
http://www.facebook-like-exchange(dot)com
http://facebookpromotions(dot)com
http://fblikesyou(dot)com
http://www.viewet(dot)com
http://increasr(dot)com/
http://earnlikes(dot)com/
http://exchangelike(dot)com/
http://letusfollow(dot)com/
http://www.twimates(dot)com/
http://reloader(dot)me
http://swapes(dot)com
http://tweers(dot)com
http://www.youlikehits(dot)com
http://earnviews(dot)com
http://vote3w(dot)com
http://socialmedianetworkexchange(dot)com
http://www.likesbay(dot)com
http://getlikes(dot)eu
http://addmefast(dot)com
http://www.addsocials(dot)com
http://welikehits(dot)com
http://letusfollow(dot)com
http://enhanceviews(dot)net
http://www.zocialon(dot)com
http://rylcolikes(dot)com
http://www.increasr(dot)com
http://likespal(dot)com
http://www.artmeo(dot)com
http://www.facebook-like-exchange(dot)com
http://facebookpromotions(dot)com
http://fblikesyou(dot)com
http://www.viewet(dot)com
http://www.likesbay(dot)tk
http://manageflitter(dot)com
http://tweepi(dot)com/
A List of Traffic Exchange Sites
Hit2Hit – http://hit2hit.com
Webmaster Quest – http://webmasterquest.com
Easy Hits 4 u – http://easyhits4u.com
Traffic G – http://trafficg.com
Traffic Syndicate – http://ts25.com
Traffic Swarm – http://www.trafficswarm.com
Eternal Hits – http://www.eternalhits.com
Pro Click Exchange – http://www.proclickexchange.com
Hits Booster Pro – http://www.hitsboosterpro.com
Soaring 4 Traffic – http://www.soaring4traffic.com/
Click Thru – http://www.clickthru.net
Click Voyager – http://www.clickvoyager.com
Clix Swap – http://www.clixswap.com/
Deep Sea Hits – http://www.deepseahits.com/
Dragon Surf – http://dragonsurf.biz
Fast Free Way – http://www.fastfreeway.com
Auto Surf Pro – http://www.autosurfpro.com
Pro Auto Surf – http://www.proautosurf.com

বিঃ দ্রঃ -আমি কোন রেফার লিংক দেইনি ।

Sunday, December 23, 2012

ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ৪র্থ পর্ব

ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির এই পর্ব টি খুবই গুরুত্বপূর্ণ। এটি শধু ওয়ার্ডপ্রেস টেম্পেলেট এর জন্যই গুরুত্বপূর্ণ নই যে কোন বড় ওয়েব সাইট তৈরির জন্যও গুরুত্বপূর্ণ। তাই আশা করি ভালো করে দেখবেন। এ খানে আমি আপনাদের কে দেখাব কিভাবে HTML file কে PHP file এ কনভার্ট করতে হই। ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ১ম পর্ব দেখুন এ খানে আমরা কিছু ফাইল তৈরি করে ছিলাম। এখন এই তৈরি করা ফাইল গুলো ফিল করব। তাই নিচের স্টেপ গুলো দেখেন এবং তৈরি করেন আমাদের টারগেটেড ওয়ার্ডপ্রেস টেম্পেলেট
header.php: আমাদের তৈরি করা header.php ফাইল টি খুলুন এবং নিচের কোড গুলো দ্বারা পূর্ণ করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
<html>
 
<head>
 
<title>Here title</title>
 
<link rel="stylesheet" type="text/css" href="style.css"/>
 
</head>
 
<body>
 
<div id="wraper">
 
<div id="header">
 
<div id="logo">
 
<h1>Here Web site's logo code</h1>
 
<h3>Here web site's tag line code</h3>
 
</div>
 
</div>
 
<div id="menu">
 
<ul>
 
<li><a href="#">Home</a></li>
 
<li><a href="#">Home</a></li>
 
<li><a href="#">Home</a></li>
 
<li><a href="#">Home</a></li>
 
<li><a href="#">Home</a></li>
 
<li><a href="#">Home</a></li>
 
</ul>
 
</div>
 
<div id="container">
left-sidebar.php: আমাদের তৈরি করা left-sidebar.php ফাইল টি খুলুন এবং নিচের কোড গুলো দ্বারা পূর্ণ করুন।
1
2
3
4
5
<div id="sidebar">
 
<div id="left-sidebar">Here left sidebar code</div>
 
</div>
index.php: আমাদের তৈরি করা index.php ফাইল টি খুলুন এবং নিচের কোড গুলো দ্বারা পূর্ণ করুন।
1
2
3
4
5
6
7
8
9
<div id="content">
 
<div class="post">
 
<div class="entry"></div>
 
</div>
 
</div>
right-sidebar.php: আমাদের তৈরি করা right-sidebar.php ফাইল টি খুলুন এবং নিচের কোড গুলো দ্বারা পূর্ণ করুন।
1
2
3
4
5
6
7
8
9
<div id="sidebar">
 
<div id="right-sidebar">Here right sidebar code</div>
 
</div>
 
<br class="clear" />
 
</div>
footer-widgets.php: আমাদের তৈরি করা footer-widgets.php ফাইল টি খুলুন এবং নিচের কোড গুলো দ্বারা পূর্ণ করুন।
1
<div class="footer-widgets">Here will footer widgets</div>
footer.php: আমাদের তৈরি করা footer.php ফাইল টি খুলুন এবং নিচের কোড গুলো দ্বারা পূর্ণ করুন।
1
2
3
4
5
6
7
<div class="footer">here will copy right text </div>
 
</div>
 
</body>
 
</html>
উপরের স্টেপ গুলো করা হলে আপনার তৈরিকৃত ওয়ার্ডপ্রেস টেম্পেলেট টি dashboard থেকে অ্যাক্টিভ করুন।  Appearance—Themes—Template (“Template” এটি হোল আমাদের টেম্পেলেটের নাম।) আরও জানার জন্য আপনারা local host site টি দেখতে পারেন। টেম্পেলেট অ্যাক্টিভ হলে আপনার লোকাল সাইট টি দেখুন। আপনি কি কিছু দেখছেন? না আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কারণ আমরা এখনও আমাদের ফাইল গুলো index.php ফাইল এ attach করি নি।
এখন দেখব কি ভাবে সকল ফাইল index.php ফাইল এ attach করতে হই। ফাইল গুলো add or attach করার জন্য আপনার index.php ফাইল টি note pad আথবা Dreamweaver software দিয়ে খুলুন এবং নিচের code টুকু টাইপ করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
<?php get_header();?> <!--Call header.php file--->
 
<?php include (TEMPLATEPATH . '/left-sidebar.php'); ?> <!--Call left-sidebar.php file--->
 
<div id="content">
 
<div class="post">
 
<div class="entry"></div>
 
</div>
 
</div>
 
<?php include (TEMPLATEPATH . '/right-sidebar.php'); ?> <!--Call right-sidebar.php file--->
 
<?php include (TEMPLATEPATH . '/footer-widgets.php'); ?> <!--Call footer-widgets.php file--->
 
<?php get_footer();?> <!--Call footer.php file--->
আমি এখানে comment tags এর মধ্যে কোড টুকুর ব্যাবহার দেখিয়েছি। যদি comment tags সম্পর্কে আপনাদের ধারনা না থাকে তাহলে আমার comment tags সম্পর্কে জানুন। ফাইল গুলো অ্যাড করা হলে আপনার টেম্পেলেট টির চেহারা হবে নিচের মত।

এখন আপনার header.php ফাইল টি খুলুন এবং কিছু পিএইচপি কোড লিখুন যেমন
1
<link rel="stylesheet" type="text/css" href="style.css"/>
এর পরিবর্তে নিচের কোড টুকু লিখুন।
1
<link rel="stylesheet" type="text/css" media="all" href="<?php bloginfo('stylesheet_url');?>" />
উপরের কোড টুকু অ্যাড করার পর আমাদের টেম্পেলেট টির চেহারা হবে নিচের মত।

আপনি কি ভয় পাচ্ছেন? আপনার সকল পোস্ট কি ডিলিট হয়ে গেল! না আপনার কোন পোস্টই ডিলিট হই নি। আমরা ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ৫ম পর্বে দেখব কি ভাবে টেম্পেলেটে পোস্ট অ্যাড করতে হয়। সো সাথে থাকুন।

ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ৩য় পর্ব

কেমন আছেন আপনারা। আবারও আসলাম ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির ৩য় পর্ব নিয়ে। আপনি যদি এই ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির ২য় পর্ব মিস করে থাকেন তাহলে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। মুলত এটি একটি সিরিজ টিউটোরিয়াল। আমি মনে করি আমার এই টেম্পেলেট তৈরির সিরিজটি ফলো করলে আপনিও পারবেন আপনার নিজের ওয়ার্ডপ্রেস ও এইচটিএমএল টেম্পেলেট তৈরি করতে। আমি আবার ও বলছি টেম্পেলেট তৈরি করতে হলে আপনা কে অবশ্যই HTML এবং CSS সম্পর্কে কিছু ধারনা থাকতে হবে। এ জন্য আপনি আমার HTML টিউটোরিয়াল এবং CSS টিউটোরিয়াল দেখতে পারেন।

টেম্পেলেট এর লেআউট তৈরি ২

আপনার style.css ফাইলটি Dreamweaver অথবা  Note pad দিয়ে খুলুন। যেটি আমরা ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ১ম পর্বে তৈরি করেছি। এবং নিচের কোড টুকু লিখুন অথবা পেস্ট করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
/* CSS Document */
 
body {
 
background: none repeat scroll 0 0 #E6F4D5;
 
color: #333333;
 
font-family: arial;
 
font-size: 15px;
 
line-height: 150%;
 
margin: 0;
 
padding: 0;
 
}
 
img {
 
border:none;
 
}
 
* {
 
margin:0;
 
padding:0;
 
border:none;
 
}
 
#wraper {
 
background: none repeat scroll 0 0 #cfd9be;
 
margin: 0 auto;
 
padding: 0;
 
width: 980px;
 
}
 
/*------------------------------
 
--Header style
 
---------------------------------*/
 
#header {
 
background: none repeat scroll 0 0 #a2bb7d;
 
height: 100px;
 
padding: 10px;
 
width: 960px;
 
}
 
/*------------------------------
 
--Menu style
 
---------------------------------*/
 
#menu {
 
background: none repeat scroll 0 0 #001144;
 
height: 35px;
 
margin: 0;
 
padding: 0;
 
width: 100%;
 
}
 
#menu ul {
 
list-style:none;
 
}
 
#menu li {
 
float:left;
 
}
 
#menu a {
 
border-left: 1px solid -moz-visitedhyperlinktext;
 
color: #FFFFFF;
 
display: block;
 
padding: 5px 10px;
 
text-align: center;
 
text-decoration: none;
 
}
 
#menu a:hover {
 
display:block;
 
background:#0CF;
 
color:#000000;
 
border-bottom:2px solid #F93;
 
}
 
/*------------------------------
 
--container style
 
---------------------------------*/
 
#container {
 
background: none repeat scroll 0 0 #CFD9BE;
 
margin: 0;
 
padding: 0;
 
width: 980px;
 
}
 
#content {
 
background: none repeat scroll 0 0 #FFFFFF;
 
float: left;
 
margin: 0;
 
padding: 10px;
 
width: 560px;
 
}
 
/*------------------------------
 
--Post style
 
---------------------------------*/
 
.post {
 
background: none repeat scroll 0 0 #FFFFFF;
 
border: 1px dotted #BBBDDE;
 
float: left;
 
margin: 0 0 17px;
 
overflow: hidden;
 
padding: 10px;
 
width: 540px;
 
}
 
.entry {
 
}
 
/*------------------------------
 
--Sidebar style
 
---------------------------------*/
 
#sidebar {
 
}
 
#sidebar a {
 
}
 
#sidebar a:hover {
 
}
 
#sidebar #left-sidebar {
 
background: none repeat scroll 0 0 #DDEACA;
 
float: left;
 
min-height: 300px;
 
width: 180px;
 
padding:0 10px;
 
}
 
#sidebar #right-sidebar {
 
background: none repeat scroll 0 0 #DDEACA;
 
float: right;
 
min-height: 300px;
 
padding: 0 10px;
 
width: 180px;
 
}
 
/*------------------------------
 
--Footer widgets style
 
---------------------------------*/
 
.footer-widgets {
 
background: none repeat scroll 0 0 #93938E;
 
height: auto;
 
padding: 0 10px;
 
width: 960px;
 
}
 
/*------------------------------
 
--Footer style
 
---------------------------------*/
 
.footer {
 
background: none repeat scroll 0 0 #93938E;
 
border-top: 1px solid #666666;
 
padding: 10px;
 
width: 960px;
 
}
 
/*------------------------------
 
--other style
 
---------------------------------*/
 
.clear {
 
clear:both;
 
}
এখন পেজ টি সেভ করে আপনার index.html ফাইল টি যে কোন ওয়েব ব্রাউজার দিয়ে খুলুন। তাহলে নিচের মত ফলাফল দেখতে পাবেন।

আপনার যদি আমার ডিজাইন টি পছন্দ না হই তাহলে শুধুমাত্র কিছু সিএসএস কোড অ্যাড করে নিজের মনের মত করে নিতে পারেন। যেমন আপনি আপনার টেম্পেলেটের রং, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি ইত্যাদি সবি style.css ফাইল আর মাধ্যমে খুব সহজে করতে পারবেন। আর এর জন্য আপনাকে CSS সম্পর্কে জানতে হবে। যদি না জানেন তাহলে আমার CSS টিউটোরিয়াল দেখতে পারেন। যার লিঙ্ক আমি এই পেজ এর প্রথম দিকে দিয়েছি।  আশা করি ভালোই লাগবে।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ৪র্থ পর্ব দেখুন এবং শিখুন কি ভাবে পার্ট বাই পার্ট করে HTML টেম্পেলেটকে PHP টেম্পেলেট তৈরি করতে হই। এটি শুধু ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির জন্যই গুরুত্বপূর্ণ নই যে কোন বড় স্ট্যাটিক ওয়েব সাইট এর জন্যও খুব গুরুত্বপূর্ণ।

ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব

 ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব



কেমন আছেন আপনারা। আবারও আসলাম ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির ২য় পর্ব নিয়ে। আপনি যদি এই ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির ১ম পর্ব মিস করে থাকেন তাহলে এখান থেকে দেখতে পারেন। মুলত এটি একটি সিরিজ টিউটোরিয়াল। আমি মনে করি আমার এই টেম্পেলেট তৈরির সিরিজটি ফলো করলে আপনিও পারবেন আপনার নিজের ওয়ার্ডপ্রেস ও এইচটিএমএল টেম্পেলেট তৈরি করতে। আমি আবার ও বলছি টেম্পেলেট তৈরি করতে হলে আপনা কে অবশ্যই HTML এবং CSS সম্পর্কে কিছু ধারনা থাকতে হবে। এ জন্য আপনি আমার HTML টিউটোরিয়াল এবং CSS টিউটোরিয়াল দেখতে পারেন।

টেম্পেলেট এর লেআউট তৈরি

আপনার index.html ফাইলটি Dreamweaver অথবা  Note pad দিয়ে খুলুন। যেটি আমরা ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ১ম পর্বে তৈরি করেছি। এবং নিচের কোড টুকু লিখুন অথবা পেস্ট করুন।
</pre>
<html>

<head>

<title>Here title</title>

<link rel="stylesheet" type="text/css" href="style.css"/>

</head>

<body>

<div id="wraper">

<div id="header">

<div id="logo">

<h1>Here Web site's logo code</h1>

<h3>Here web site's tag line code</h3>

</div>

</div>

<div id="menu">

<ul>

<li><a href="#">Home</a></li>

<li><a href="#">Home</a></li>

<li><a href="#">Home</a></li>

<li><a href="#">Home</a></li>

<li><a href="#">Home</a></li>

<li><a href="#">Home</a></li>

</ul>

</div>

<div id="container">

<div id="sidebar">

<div id="left-sidebar">Here left sidebar code</div>

</div>

<div id="content">

<div class="post">

<div class="entry"></div>

</div>

</div>

<div id="sidebar">

<div id="right-sidebar">Here right sidebar code</div>

</div>

<br class="clear" />

</div>

<div class="footer-widgets">Here will footer widgets</div>

<div class="footer">here will copy right text </div>

</div>

</body>

</html>
<pre>
এখন পেজটি সেভ করে যে কোন ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করুন তাহলে আমাদের তৈরি করা সাইট লেআউট টি দেখতে পারবেন। এটা খুব খারাপ দেখতে তাই না? না চিন্তার কোন কারণ নেই। আমরা যখন আমাদের style.css ফাইলটি যোগ করব  তখন ভালো দেখাবে। দুঃখিত! আমরা যোগ করেছি কিন্তু কোন কোড লিখিনি। নিচের কোড টুকু দেখুন। এই কোড এর মাধ্যমে এইচটিএমএল ফাইল এর সাথে সিএসএস ফাইল অ্যাড করা হই। এই কোড টুকু আমরা আমাদের index.html ফাইল এর <head>----</head> ট্যাগ আর মধ্যে অ্যাড করেছি।
<link rel="stylesheet" type="text/css" href="style.css"/>
এটাই হোল স্ট্যাটিক সাইটে স্টাইল সিট যোগ করার পদ্ধতি। আমরা যখন এই টেম্পেলেট ওয়ার্ডপ্রেস টেম্পেলেটে কনভার্ট করব তখন এখানে কিছু php code অ্যাড করব।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব/১৫ পর্ব এখানে সমাপ্ত  ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ৩য় পর্ব দেখুন। এখানে টেম্পেলেট এ স্টাইল যোগ করা হয়েছে।
পোস্টটি ভালো লাগলে অন্যদের জানাতে ভুলবেন না জেন। আর যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।

ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি প্রথম পর্ব

 ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি প্রথম পর্ব
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব




কেমন আছ বন্ধুরা ? এই ওয়েব সাইটে এটি  আমার প্রথম পোস্ট । আমি বেশি কিছু লিখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবোনা । আশা করি পোস্ট টি ভালোই লাগবে । এখানে আমি আপনাদের জানাব কি ভাবে ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি করতে হয় ।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি করার জন্য আপনাদের HTML, CSS এবং কিছু PHP codes জানতে হবে । আমি ইতিমধ্যে HTML এবং CSS সম্পর্কে লিখেছি যারা জানেন না তারা উক্ত লিঙ্কে যেয়ে জানতে পারেন ।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির এই প্রথম পর্বে আমরা জানবো একটা ওয়ার্ডপ্রেস টেম্পেলেটে কি কি ফাইল থাকে এবং ধাপে ধাপে সে ফাইল গুলো তৈরি করব । আশা করি আমার ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির সকল পোস্ট গুলো অনুস্মরণ করলে আপনিও তৈরি করতে পারবেন আপনার নিজস্ব ওয়ার্ডপ্রেস টেম্পেলেট । তোঁ আর দেরি না... নিচের ফাইল গুলো তৈরি করে ফেলুন ।
  1. Index.html
  2. header.php
  3. index.php
  4. left-sidebar.php
  5. right-sidebar.php
  6. footer-widgets.php
  7. footer.php
  8. comments.php
  9. single.php
  10. category.php
  11. page.php
  12. search.php
  13. searchform.php
  14. functions.php
  15. style.css
  16. And some important information.
নোটঃ প্রত্তেক ফাইল এর নাম অবশ্যই ছোট হাতের হতে হবে নতবা এটি সার্ভারে কাজ করবে না।
প্রয়োজনীয় উপাদানঃ
  1. উপরের ফাইল গুলো তৈরি করার জন্য আপনাদের Dreamweaver অথবা Note pad++ ব্যাবহার করা উচিৎ । বিশেষ করে Web Development software Dreamweaver কারণ এই সফটওয়্যার আপনাকে code লিখতে সাহায্য করবে।
  2. ওয়ার্ডপ্রেস সফটওয়্যার । এই সফটওয়্যারটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
  3. Local server: PHP ও ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য এটি খুবি গুরুত্ব পূর্ণ । এটি আপনাকে ইন্টারনেট ছাড়াই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সুবিধা দিবে। আমি XMAPP নিয়ে কাজ করতে পুছন্দ করি।
  4. আপনাকে উক্ত ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার টি ইন্সটল করতে হবে Local server এ। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে না পারেন তাহলে Install WordPress in local host পোস্ট টি দেখতে পারেন।
মনে করি আপনারা উপরের প্রয়োজনীয় উপাদান গুল সংগ্রহ করেছেন। এখন ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি করার জন্য নিচের পদক্ষেপ গুল গ্রহন করুন।
  1. Templete নামের একটি ফোল্ডার তৈরি করুন। (এটি অবশ্যই আপনার ইন্সটল ক্রীত ওয়ার্ডপ্রেস টেম্পেলেট ডিরেক্টরিতে হতে হবে।)
  2. তৈরি ক্রীত Templete ফোল্ডার এর মধ্যে images নামের আর একটি ফোল্ডার তৈরি করুন।
  3. এখন Templete ফোল্ডার এর মধ্যে উপরের ফাইল গুলো তৈরি করুন যেমনঃ Index.html, header.php, index.php, left-sidebar.php, right-sidebar.php, footer-widgets.php, footer.php, comments.php, single.php, category.php, page.php, search.php, searchform.php, functions.php, style.css
how to create custom template (1)
Wordpress
নোটঃ প্রত্তেক ফাইল এর নাম অবশ্যই ছোট হাতের হতে হবে নতবা এটি remote serverকাজ করবে না।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ১ম পর্ব/১৫ পর্ব এখানে সমাপ্ত  ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব দেখুন।
পোস্টটি ভালো লাগলে অন্যদের জানাতে ভুলবেন না জেন। আর যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।

পর্ব-২:ফটোশপে সম্পূর্ন ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব টেমপ্লেট তৈরি করে সে পিএসডি ফাইল থেকে এইচটিএমএল এ রূপান্তর!

 পর্ব-২:ফটোশপে সম্পূর্ন ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব টেমপ্লেট তৈরি করে সে পিএসডি ফাইল থেকে এইচটিএমএল এ রূপান্তর!





সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। সবাই নিশ্চয় ভালো আছেন।
আজকের কাজ হল গতদিনে তৈরি ওয়েব টেমপ্লেটের পিএসডি ফরমেট থেকে এইচটিএমএল সাইটে রূপান্তর করা।
আজকের বিষয়-পর্ব-২: ওয়েব টেমপ্লেটের পিএসডি ফাইল থেকে এইচটিএমএল এ রূপান্তর!
শুরুতে যে কাজ তা হল গতদিনে তৈরি টেমপ্লেটের বিভিন্ন অংশ কেটে নিয়ে একটা ফোল্ডারে রাখা। প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেব। আমি ফোল্ডারটা ডেস্কটপে তৈরি করে রাখলাম । তার নাম দিলাম tutorial.
রুলারের সাহায্যে গাইড স্থাপন করবো এবং সে ইমেজগুলো ওয়েব এ ব্যবহার করবো তা slice tool এর সাহায্যে স্লাইস করে নিব। অথবা marquee rectangular tool  ব্যবহার করে সাইজ করে প্রয়োজনীয় ইমেজ কেটে নিতে পারি। অনেক বেশি ভারী ছবি নেব না কেননা সাইজ বেশি হলে সাইট লোড হতে সমস্যা হয়। তবে আমি একটি বড় ছবি নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য যা save for web এ save করার সময় তার সাইজ কমিয়ে নিলাম।save for web এ ছবি কিভাবে ছোট করে তা নিয়ে আমার একটি পোস্ট আছে। এখান থেকে দেখে নিতে পারেন।   আবার অনেক বেশি ছোট ছবি ও  নেব না কেননা তা ওয়েবসাইটকে জটিল করে তুলবে।
Slice করার জন্য প্রথমে Duplicate করে নিব ইমেজটা এভাবে-
মেনুবার থেকে Image>Duplicate
সকল লেয়ারকে নতুন ক্যানভাসে নিয়ে যাব এভাবে-
মেনুবার থেকে (Layer>Flatten Image).
Rectangular Marquee tool এর সাহায্যে কোন নির্দিষ্ট ছবির এরিয়া সিলেক্ট করে, Ctr+C দিয়ে
কপি করব। নতুন লেয়ায় নেব ( Ctr+N) তাতে পেস্ট করবো (Ctr+V)। এবার সেভ করবো  File>Save
for Web অথবা Ctr+Shift+Alt+S বাটন একসাথে চেপে। এভাবে অন্য ইমেজগুলো কেটে  নিয়ে
একটি ফোল্ডারে রাখব যার নাম দিলাম image । এই image ফোল্ডারটি tutorial ফোল্ডারে রাখব।
tutorial ফোল্ডারে index.html এবং style.css নামে আরও ২ টি ফাইল রাখব। ওয়েবসাইটটি তৈরি করতে javascript ও দরকার হবে।  তবে আমি অই অংশটা করবো না এখানে। যদি করতাম তাহলে index.js এভাবে ফাইল রাখতে হত।
কোডিং করার জন্য আমি notepad++ ব্যবহার করেছি। Adobe® Dreamweaver ও ব্যবহার করতে
পারেন। নতুনদের জন্য Dreamweaver অনেক জটিল একটা সফটওয়্যার। এর ব্যবহার জানা না থাকলে notepad++
ব্যবহার করা ভাল। notepad++ না থাকলেও চলবে html কোড গুলো notepad এ লিখে
index.html নামে ফাইলটি সেভ করে ওপেন করলে সাইটটি ব্রাউজারে প্রদর্শিত হবে। একই ভাবে css কোড গুলো notepad এ লিখে style.css নামে ফাইলটি সেভ করবো।
তাহলে ফাইল রেডি হয়ে যাবে। এবার ফাইল গুলোতে কোড যুক্ত করবো।
সবার আগে যেটা করা জরুরী কোডিং এর ক্ষেত্রে তা হল, আগে থেকে টেম্পলেটের বিভিন্ন অংশকে ভাগ করে নেয়া। যেমন- প্রথমে হেডার,তারপর মেনুবার এভাবে অন্যান্য অংশ। যার জন্য html এ আলাদা আলাদা div ব্যবহার করতে হবে।  প্রত্যেকটা অংশের জন্য একটা করে div নিতে হবে এবং এই সবগুলোকে আবার একটা  div এর মধ্যে নিতে হবে।
তবে আমি সবগুলো উপাদানকে ২টি div এর মধ্যে রাখব। কেননা আমি ৯৬০px এর একটি কনটেন্ট এবং তার ভিতরে ৯০০px মধ্যে মূল কনটেন্ট ধারণ করেছি। তাই ২ টি div নিব।
এবার এইচটিএমএল কোডগুলো আগে এবং এর সাথে সম্পর্কিত সিএসএস কোডগুলো এর নিচে নিচে লিখব।
এইচটিএমএল ফাইলে সবার আগে কিছু এক্সএইচটিএমএল কোড থাকবে সেগুলো হল-
<!DOCTYPE html PUBLIC “-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN” “http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd”>
<html xmlns=”http://www.w3.org/1999/xhtml”>
যেগুলোর জন্য সিএসএস কোড হবে না
এরপর আসবে head অংশ -
<head>
<meta http-equiv=”Content-Type” content=”text/html; charset=utf-8″ />
<meta http-equiv=”Content-Type” content=”cache” />
<meta name=”robots” content=”text/html; charset=”utf-8″>
<meta name=”keywords” content=”INDEX.FOLLOW” />
<meta name=”description Here” />
<head> ট্যাগের মধ্যে সাইটের meta key, meta description ইত্যাদি উল্লেখ করে দিতে হয় যাতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে  সহজে সাইটটি খুঁজে পায়, তবে আমি এগুলো ব্যাখ্যায় যাচ্ছিনা। আর এগুলোর জন্য সিএসএস কোড হবে না ।
এরপর যে টাইটল বা শিরোনামটা আমরা ব্রাউজারে প্রদর্শন করাতে চাই সেটি <title> </title> ট্যাগ এর মাঝে লিখব। এরপর সিএসএস ফাইলের লিঙ্কটা লিখব <link /> ট্যাগ এ।
<title>Text file</title>
<link href=”style.css” rel=”stylesheet” type=”text/css” />
</head>
<body>
<!… Sokol prokar code ekhane likhte hobe……..>
</body>
</html>
এরপর body অংশে সব div লিখতে হবে । outer div এর মধ্যে সকল কোড লিখতে হবে।
<body>
<div id=”outer”>
<!……. Ekhane wrapper theke suru kore footer porjonto sokol div likhte hobe……..>
</div>
body এর জন্য সিএসএস কোড হবে-
body{
background-image:url(“image/background.jpg”);
text-align:center;
}
p
{
color:#000;
font-size:12px;
line-height:150%;
margin:15px 0;
text-align:left;
}
সাইটের প্যারাগ্রাফ অংশগুলোর টেক্সট এর জন্য সিএসএস কোড দিতে হবে- যেমন- ফন্ট ফ্যমিলি। সাইজ, কালার ইত্যাদি।
background  এর পর p তে প্যারাগ্রাফ অংশের সিএসএস কোড দিলাম।
outer div এর জন্য css কোড হবে -
#outer
{
width:960px;
margin:0 auto;
background-color:#FFFFFF;
}
এখানে margin:0 auto;
margin: 0 উপরে, নিচে এবং auto ডান ,বাম ২ পাশে। margin: auto ব্যবহার করা হয়েছে কারন আমাদের মুল ব্যাকগ্রাউন্ডটি ১৬৮০*১০৫০। অথচ outer কনটেন্ট ৯৬০pxএর। তাই কন্টেন্টটি যাতে ব্রাউজারের মাঝামাঝি থাকে সেজন্য।
এরপর থাকবে wrapper div
<div id=”wrapper”>
<!………all  div goes here….>
</div>
Wrapper এর জন্য সিএসএস কোড হবে
#wrapper {
width:900px;
margin:0 auto;
background-color:#FFF;
}
এবার হেডার অংশের কোড লিখব।
আমি আলাদাভাবে header এর জন্য div নিবনা। তবে logo, socialmedia-icons  সবগুলোর জন্য আলাদা আলাদা div নিব।
প্রথমে logoর জন্য এইচটিএমএল কোড
<div id=”logo”>
<div class=”logo1″>Sample
<span>
Design
</span>
<div>
only one name for interior design
</div>
</div>
</div>
logoতে ইমেজ ব্যবহার করা যায়। একটি লোগো আমি তৈরি করেছিলাম গতপর্বের টিউটোরিয়ালে। কিন্তু এখানে সেটি ব্যবহার করিনি। এখানেও টেক্সট লোগো তৈরি করবো।
যেহেতু লোগোতে ২টা ওয়ার্ড ২ রকম কালারের। তাই একটাকে <span></span>  tag এ লিখলাম।
logo এর সিএসএস কোডঃ
#logo
{
margin:30px 0px;
float:left;text-align:left;
}
.logo1
{
color:#333333;
font-family:Hobo Std;
font-weight:bold;
font-size:25px;
}
.logo2
{color:#cc9999;
font:Hobo Std;
font-weight:bold;
font-size:25px;
}
.slogan
{
font-family:tahuma;
font-size:15px;
color:#333333;
text-align:left;
}
logoতে float: left দিয়েছি যাতে এটি মূল কন্টেন্ট এর ঠিক বামদিকে থাকে, ফন্ট কালার, ফ্যামিলি ডিজাইনে যেমনটা দিয়েছি তাই এখানে ব্যবহার করলাম।
text-align:left ব্যবহার করেছি যাতে লেখা একেবারে বাম পাশ থেকে শুরু হয়। cursor:pointer এর জন্য logoতে কার্সার ইফেক্ট pointer দেখাবে।
সামাজিক যোগাযোগ সাইটের আইকন এর এইচটিএমএল কোড হবে-
<div id=”social-media-icons”>
<ul>
<li><a href=”https://www.facebook.com”><img src=”image/facebook.png”width=”32″ height=”32″  /></a>
</li>
<li><a href=”https://www.google.com”><img src=”image/google.png” width=”32″ height=”32″ /></a>
</li>
<li><a href=”https://www.twitter.com”><img src=”image/twitter icon.png” width=”32″ height=”32″ /></a>
</li>
</ul>
</div>
<ul></ul> আনঅর্ডার লিস্ট, <li></li> অর্ডার লিস্ট এবং <a></a> অর্থাৎ এঙ্কর ত্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ সাইটের আইকন এর তালিকা তৈরি করা হয়েছে। সচরাচর অনুভূমিক বা উলম্ব মেনু তৈরিতে এই তিনটি ত্যাগ ব্যবহার করা হয়।
social-media-icons এর সিএসএস কোড-
#social-media-icons
{
float:right;
}
#social-media-icons ul li
{
display:inline;
}
#social-media-icons ul
{
margin-top:40px;
}
social-media-icons গুলো ডান পাশে রাখার জন্য float:right ।
social icon গুলো একই লাইনে থাকার জন্য display:inline ব্যবহার করতে হবে। উপর থেকে ৪০px নিচে হওয়ার  জন্য margin-top:40px  ব্যবহার করলাম ।
মেনুবার এর এইচটিএমএল কোড সমুহঃ
<div id=”topnav”>
<ul>
<li>
<a href=”index.html”>Home</a>
</li>
<li>
<a href=”about.html”>About</a>
</li>
<li>
<a href=”products.html”>Product</a>
</li>
<li>
<a href=”services.html”>Services</a>
</li>
<li>
<a href=”contact.html”>contact</a>
</li>
</ul>
</div>
মেনু তৈরি করার জন্য ও <ul></ul> div ব্যবহার করলাম। এর  মধ্যে <li></li> এবং <a></a> ট্যাগ দিয়ে লিঙ্ক যুক্ত করতে হবে যাতে অন্যান্য পেজ এ ভিজিট করা যায়।
মেনু এর সিএসএস কোড লেখার আগে টেক্সট গুলা মধ্যে যে লিঙ্ক আছে সেগুলোর জন্য+ অন্য সকল লিঙ্কের জন্য কিছু কোড লিখব -
a{}
a:link
{
color:000000;
}
a:visited
{
color:#996699;
}
a:active
{
color:#000000;
}
a:focus
{
color:#333333;
}
a:hover
{
color:#003399;
}
link,visited,active,hover সম্পর্কে  অসীম ভাইয়ের সিএসএস টিউটোরিয়ালের এই পার্ট এ জানতে পারবেন।
মেনুর সিএসএস কোডঃ
#topnav
{
clear:both;
}
#topnav ul
{
border-bottom:1px #999 solid;
border-top:1px #000 solid;
margin:20px 0;
padding:10px 0;
text-align:left;
}
#topnav ul li
{
display:inline;
}
#topnav ul li a
{
padding:0 15px;
text-decoration:none;
}
#topnav a:link
{
color:#000;
font-weight:bold;
font-size:18px;
}
#topnav
a:visited
{
color:#996699;
}
#topnav               a:active
{
color:#000;
}
#topnav               a:focus
{
color:#666;
}
#topnav               ul li a:hover
{
background:url(image/nav.jpg);
color:#996666;
}
Clear:both ব্যবহার করে মেনুর উভয় পাশের floated উপাদানগুলোকে হাইড করা হয়েছে। প্রত্যেক মেনুবারের উভয় পাশে ১০px পেডিং রাখা হয়েছে যাতে design এ মাঝের ২০px দুরত্ব থাকে।   text-decoration:none ব্যবহার করে মেনুর নিচের আন্ডারলাইন দূর করা হয়েছে  । visited{ color:#996699;} অর্থ, যে মেনুটি ভিজিট করা হয়ে গেছে সেটি বুঝার জন্য ভিজিটেড  কালার  visited{ color:#996699 ব্যবহার করা হয়েছে। hover এ ব্যাকগ্রাউন্ডে navi.jpg ইমেজটি ব্যবহার করার জন্য background:url(navi.jpg);} লিখলাম এবং ফন্টের কালার যাতে পরিবর্তন হয়ে যাতে বাদামী টাইপ হয় সেজন্য color:#996666 লিখলাম ।
এবার ব্যানার তৈরি করবঃ
ব্যানার এর এইচটিএমএল কোডঃ
<div id=”banner”>
<img src=”b1.jpg” width=”900″ height=”360″ />
</div>
ব্যানারের width=”900px” height=”360px” ব্যবহার করলাম, কেননা আমাদের ডিজাইনেও  এই সাইজ রয়েছে।
সিএসএস কোডঃ
#banner
{
margin-bottom:30px;
}
ব্যানারের নিচে 30px মার্জিন  রাখা হয়েছে।
কন্টেন্ট তৈরিঃ
প্রথমে হেডলাইনের এইচটিএমএল কোড -
<div id=”content”>
<h1>Welcome our website</h1>
সিএসএস কোড
h1,h2,h3,h4,h5,h6{
font-weight:bold;
}
h1
{
font-size:24px;
color:#996666;
text-align:left;
border-bottom:1px #ccc solid;
margin-bottom:15px;
padding-bottom:15px;
}
এটা মেইন হেডলাইন। এর ফন্ট সাইজ 24px রাখা হয়েছে বাম পাশে এলাইন করার জন্য text-align:left দেয়া হয়েছে।  নিচে 15px পেডিং এবং 15px margin  রাখা হয়েছে।
হেডিং এর নিচে 1px বর্ডার আছে ডিজাইনে সেজন্য border-bottom:1px #ccc solid; দিলাম।
কনটেন্ট  এর এইচটিএমএল কোডঃ
<p>
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscin elit, sed diam nonummy nibh euismod tincidunt ut
laoreet dolore magna aliquam erat volutpat  Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscin elit, sed diam
nonummy nibh euismod tincidunt ut  aoreet dolore magna aliquam erat volutpat
</p>
<img src=”image/pic1.jpg” width=”250″ height=”180″ />
<img src=”image/pic2.jpg”   width=”250″ height=”180″ />
<p>Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscin elit, sed diam nonummy nibh euismod tincidunt ut
laoreet dolore magna aliquam erat volutpat  Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscin elit, sed diam
nonummy nibh euismod tincidunt ut  aoreet dolore magna aliquam erat volutpat </p>
</div>
ডিজাইনে কনটেন্টের ছবি ২টির চারপাশে ২টি ফ্রেম অর্থাৎ ছবিগুলো ২টি ফ্রেমের মাঝখানে বা বাক্সের মধ্যে আছে। এটি দেখানোর জন্য “image-frame” div ব্যবহার করা হয়েছে।
কনটেন্টের সিএসএস কোডসমূহঃ
#content
{
width:620px;
float:left;
padding:0 10px 0 0;
}
.image-frame
{
padding:10px;
margin:10px;
border:1px solid #ccc;
}
কনটেন্টের float:left করে দিলাম
ইমেজের চারপাশে যে বর্ডার ১০px দূরত্বে ফ্রেমটির প্রান্ত যাতে অবস্থান করে সেজন্য margin:10px;এবং ইমেজটি যাতে ১০px করে চারপাশে থেকে ভিতরের দিকে অবস্থান করে তার জন্য padding:10px;লিখলাম।
সাইদবারের এর এইচটিএমএল কোডঃ
<div id=”rightside”><h2>Latest News</h2>
Latest News  লিখতে h2 অর্থাৎ হেডিং ২ ব্যবহার করা হয়েছে।
h2 এর জন্য সিএসএস কোডঃ
h2
{
font-size:20px;
color:#996666;
}
<div id=”rightside”> এর জন্য সিএসএস কোডঃ
#right-side
{
width:180px;
float:right;
pedding:0 10px;
}
Width ১৮০px এ নির্দিষ্ট করে দিলাম কেননা আমাদের মূল ব্যাকগ্রাউন্ডের width 900px। এর মধে কনটেন্ট ৬২০px. তাই ডান পাশের কলামের Width ১৮০px এ নির্দিষ্ট করে দিলাম যাতে কনটেন্টের পাশেই অবস্থান   করে । pedding:0 10pxঅর্থ হল উপরে নিচে কোন খালি স্পেস থাকবেনা কিন্তু উভয় পাশ থেকে ১০px করে থাকবে এবং এর ভিতরে লেখা থাকবে।
<h3><img src=”image/sample design.png”   width=”35″ height=”35″ />Sample design</h3>
<p> march 20 2012 </p>
<p>march 20 2012 </p>
<p id=”link”><a href=”recent.html”>sed diam nonummy nibh<br/ > euismod  incidunt ut  aoreet <br/ >dolore magn copy
</a></p>
<h3 id=”middle”><img src=”image/recent_posts.jpg”   width=”35″ height=”35″ />Recent Posts</h3>
<p>march 20 2012 </p>
<p>march 20 2012 </p>
<p id=”link”><a href=”recent.html”>sed diam nonummy nibh<br/ > euismod  incidunt ut  aoreet <br/ >dolore magn copy
</a>
</p>
<h3><img src=”image/interior-design-icon.jpg”   width=”35″ height=”35″ />Recent Design</h3>
<p>march 20 2012 </p>
<p id=”link”><a href=”recent.html”>sed diam nonummy nibh<br/ > euismod  incidunt ut  aoreet <br/ >
</a>
</p>
</div>
এখানে ৩টি subtitle এর সকল ক্ষেত্রে (আইকন আর হেডিং ছাড়া  )  div গুলো একই ব্যবহার করেছি।
তবে সাইডবারের মাঝেরটার ফন্ট কালার অন্য ২টার চেয়ে ভিন্ন।  <middle> এ হেডলাইনের কালার ভিন্ন বলে তার জন্য আলদা div <h3 id=”middle”></h3> নিলাম । অর্থাৎ h3 এর বৈশিষ্ট্য থাকবে তবে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করার জন্য আলাদা div নিতে হল, যেমন- ফন্ট কালার।
h3, h4, h5 এর সিএসএস কোডসমূহ-
h3
{
font-size:16px;
margin-bottom:5px;
}
h4
{
font-size:14px;
}
h3,h5
{
color:#000;
}
Side barএর Div গুলোর সিএসএস কোড নিচে লিখলামঃ
#middle
{
color:#000066;
font-weight:bold;
}
.date
{
font-weight:bold;
color: #666666;
margin-bottom:5px;
margin-top:0px;
text-align:center;
}
ডান কলামের float:right করে দেয়া হয়েছে। date টাকে টেক্সট থেকে আলাদা করার জন্য ফন্ট কালার ভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। সাইডবারের লিঙ্কগুলোর জন্য আলাদা div ব্যবহার করতে হবে কেননা, সাধারনত সাইডবারে যা থাকে তা কিছু পোস্টের লিঙ্ক যেমন এই সাইটের সাইড বার। তো লিঙ্কগুলার নিচে যাতে underline না আসে সেজন্য আলাদা div নিয়ে text-decoration:none; করে দিলাম।
এবার সর্বশেষের অংশ ফুটার তৈরিঃ
ফুটার এর এইচটিএমএল কোড হবে-
<div id=”footer”>
<p>
All rights reserved by @ NILufar yasmin</p>
</div>
ফুটারের সিএসএস কোড-
#footer
{
clear:both;
font-size:14px;
margin:20px 0;
border-top:1px #ccc solid;
padding-bottom:20px;
}
.footer-text{
color:#333;
font-size:12px;
font-style:normal;
text-align:center;
}
ফুটারের উপরের রেখাটি দেয়ার জন্য border-top:1px #ccc solid ব্যবহার করা হয়েছে। footer টেক্সটটি যাতে মাঝে অবস্থা করে সেজন্য text-align:center লিখলাম।
ফুটার কোড লেকাহ্র ময়াধ্যমে শেষ হয়ে গেল আমার এইচটিএমএল সিএসএস কোড লেখা। এখন সকল এইচটিএমএল কোড কপি করে index.html ফাইলে পেস্ট করব। এবং সকল সিএসএস কোড কপি করে style.css ফাইলে পেস্ট করব। save করে যেকোনো ব্রাউজারে ওপেন করলে ওয়েবপেজটি প্রদর্শিত হবে।
আমি টিউটোরিয়ালটি প্র্যাকটিস যেভাবে করেছি তার বর্ণনা দিয়ে গেলাম, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনিং সম্পর্কে এখনো তেমন কিছুই জানিনা! কোথাও ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশা করি যারা আমার মত নতুন  এই ক্ষেত্রে, তারাও চেষ্টা করলে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থেকে এত বড় পোস্ট পড়ার জন্য।
ডেমো দেখে নিতে পারেন সাইটটির-
আর সাইটের source file পাবেন এখানে