গ্রাফিক্স ডিজাইনিং

Photoshop না শিখেই গ্রাফিক্স ডিজাইন ও ফটোগ্রাফির কাজ করুন


যারা গ্রাফিক্স ডিজাইন বা ছবি নিয়ে কাজ করে থাকেন তাদের কাছে প্রিয় একটি সফটওয়্যার Adobe Photoshop. আমিও অনেকদিন ধরে ফটোশপে কাজ করেছি । Adobe Photoshop শিখতে অনেক সময় লাগে এবং এতে  কাজ করতে অনেক ঝামেলা । যারা গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে Photoshop না শিখেই গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন । কিভাবে ? আপনি CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে খুব সহজে যেকোন ধরনের ছবির কাজ করতে পারেন । CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে আপনি সাদা-কালো ছবিকে এক ক্লিকে সম্পূর্ন্ন রঙ্গিন করতে পারবেন । CPAC Imaging PRO সফটয়্যারটি দিয়ে ছবির মধে খুব সুন্দর কালার দিতে পারেন এবং খুব সহজে ঝামেলা ছাড়া এটি দিয়ে খুব দ্রুত ছবি করা যায় । যারা দীর্ঘদিন ধরে Photoshop ব্যবহার করে আসছেন তাদের কাছেও সফটওয়্যারটি ভালো লাগবে । একবারের জন্য হলেও  CPAC Imaging PRO সফটয়্যারটিতে ঘুরে আসুন ভালো লাগবে আশা করি ।

2 comments: