Wednesday, October 17, 2012

আপনার ব্লগে যুক্ত করুন অ্যানিমেটেড ফ্ল্যাশ লেবেল

আপনার ব্লগে যুক্ত করুন অ্যানিমেটেড ফ্ল্যাশ লেবেল

আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক চরম গেজেট! আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লগার/ব্লগস্পটে অ্যানিমেটেড ফ্ল্যাশ লেবেল বা চলন্ত লেবেল গেজেট যোগ করা যায়।
● ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
গেজেটটি যোগ করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
❶ ব্লগারে লগইন করুন।
❷ লেআউটে গিয়ে add a HTML/java script এ ক্লিক করুন
❸ এবার নিচের কোডটি লিখুন।
<div id="w2bFlashContent"><p style="display:none;">Flash Labels by <a href="http://www.way2blogging.org/">Way2Blogging</a></p></div>
<script type="text/javascript">
/*<![CDATA[*/
var w2bFlashLabelSettings = {
blogurl        : "http://pctrickery.blogspot.com",
color          : "000000",
hoverColor     : "333333",
backgroundColor: "FFFFFF",
size           : 12,
speed          : 100,
width          : 250,
height         : 300,
transparency   : true
};
/*]]>*/
</script>
<script type="text/javascript" src="http://bloggerblogwidgets.googlecode.com/svn/trunk/w2b_new_flash_label_cloud.js"></script>
❹ এবার গেজেটটি সেভ করে নিন।
নোটঃ http://pctrickery.blogspot.com এর স্থলে আপনার ব্লগ URL দিন।
● কোন সমস্যা হলে কমেন্ট করুন।
● আমার অনুমতি ছাড়া আমার লিখা কেউ কপি-পেস্ট করবেন না, ধন্যবাদ।

No comments:

Post a Comment