Thursday, October 18, 2012

বিভিন্ন ধরনের ঘড়ি যোগ করুন আপনার ব্লগে সহজেই

বিভিন্ন ধরনের ঘড়ি যোগ করুন আপনার ব্লগে সহজেই

আপনার ব্লগটি দেখতে সুন্দর হলে এবং কিছু গুরুত্বপূর্ন তথ্য পেলেই কেবল ভিজিটররা আপনার ব্লগটি ভিজিট করবে। তাই প্রতিদিন কিছু না কিছু পোষ্ট করতে হয়। আর এমন কিছু উপাদান বা গ্যাডগেট যোগ করতে হয় যা ভিজিটরদের ভিজিটকালীন সময় সহায়তা করে। আপনি আপনার ব্লগে বা সাইটে একটি সুন্দর অ্যানিমেটেড ফ্ল্যাস ঘড়ি যোগ করতে পারেন যা কোডের তুলনায় তারতারি ওপেন হবে এবং শোভা বাড়িয়ে ভিজিটরদের আকৃষ্ট করবে। তাহলে শুরু করা যাক কিভাবে ঘড়ি যোগ করবেন।
কাজটা খুবই সহজ আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইট বা ব্লগে লগিন করুন। এবার নিচের ঘড়ি দুটের মধ্যে যেটা পছন্দ তার নিচের যেকোন একটি কোডটা ডাউনলোড করে নিন। এবার java/html গ্যাটগেটে কোডটি পেষ্ট করুন এবং সেইব করুন।

ডাউনলোড                                                                           ডাউনলোড

আরো ৩০টি নতুন ডিজাইনের অ্যানিমেট ঘড়ি আছে এখানে দেখুন

No comments:

Post a Comment